বাংলাদেশে MSB একটি আস্থার নাম। MSB Jobs ছাড়াও বাংলাদেশের সব বড় বড় অনলাইন প্লাটফর্ম এবং কমিউনিটি এই MSB ব্রান্ডের অধীনে। অনলাইনে আন্তর্জাতিক মানের বাংলা কোর্স প্রভাইড করার মতো সুনাম যেমন আছে, তেমনি আমাদের আছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন-উত্তর কমিউনিটি। এছাড়াও অন্যান্য যত সার্ভিস আমরা প্রভাইড করে আসছি, সব ক্ষেত্রে কাস্টমার সেটিসফেকশন ৯৯%...। তাই আমাদের অন্যান্য প্লাটফর্মগুলোতে আজই জয়েন করুন।

# দেশ সেরা অনলাইন লার্নিং প্লাটফর্ম MSB Academy

MSB Academy হচ্ছে বাংলাদেশের #১ অনলাইন লার্নিং প্লাটফর্ম। এই প্লাটফর্মে সব কোর্স খুবই আডভান্স এবং প্রফেশনাল। যা আপনার রিয়েল-লাইফে কাজ করতে বিশেষভাবে হেল্প করবে। ফ্রীলান্সিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে সব আডভান্স টপিকের বাংলা কোর্স পাবেন এই প্লাটফর্মে।

বাংলাদেশের সব ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এই MSB Academy প্লাটফর্মে কোর্স প্রভাইড করে থাকে। স্টুডেন্টরা যেকোনো কোর্স এনরোল করলেই সেই কোর্সের লাইফ-টাইমের অ্যাক্সেস পেয়ে যায় এবং কোর্সের প্রাইভেট ফোরামে ইন্সট্রাক্টরের সাপোর্ট সব সময় পায়। যার ফলে এই একাডেমীর সব স্টুডেন্টরা তাদের নিজ নিজ ক্যারিয়ারে অনেক ভালো করতে পারছে।

# MSB Ask প্রশ্ন-উত্তর এবং নলেজ শেয়ারিং কমিউনিটি

MSB Ask হল জ্ঞান আহরণ ও শেয়ার করার স্থান। এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রশ্ন জিজ্ঞাসা করা যায় এবং সেইসব মানুষদের সাথে যোগাযোগ করা যায়। ইনফরমেশন এবং রিসোর্সে ভরপুর এইটি একমাত্র বাংলা কমিউনিটি। সুতরাং, যা জানা দরকার তা জিজ্ঞাস করুন এবং আপনি যা জানেন সেটাও মানুষকে জানান।

আর এই প্লাটফর্মটি কীভাবে ব্যাবহার করবেন? কীভাবে প্রশ্ন করলে ধ্রুত উত্তর পাবেন ইত্যাদি সকল বিষয় জানতে হেল্প সেন্টারের আর্টিকেলগুলো পড়ে ফেলুনঃ https://help.msbask.com

# MSB TV বাংলাদেশের প্রথম এডুকেশনাল টিভি চ্যানেল

MSB TV চ্যানেলে ২৪/৭ বিভিন্ন রকম শিক্ষামূলক প্রোগ্রাম সম্প্রচার করা হয়। স্কিল ডেভেলপমেন্ট, অনলাইন আরনিং, প্রোগ্রামিং, ক্যারিয়ার গাইডলাইন ছাড়াও অন্যান্য কোয়ালিটিফুল প্রোগ্রাম শিক্ষার্থীরা সব সময় ফ্রিতে দেখতে পারে, যা তাদের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত পজিটিভ ইমপ্যাক্ট ফেলছে। আর তাই প্রতিদিন লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের এই জনপ্রিয় টিভি চ্যানেলটি দেখছে।

# আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন

অনলাইন বিজনেস, মার্কেটিং, ক্যারিয়ার বিষয়ক টিপস, অনলাইন আরনিং টিউটোরিয়াল ছাড়াও অন্যান্য বিষয়ে ফ্রি ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলগুলো আজই সাবস্ক্রাইব করে ফেলুন।

ইউটিউব চ্যানেল #১ 🎬

ইউটিউব চ্যানেল #২ 🎬

# হেল্পফুল ফেইসবুক গ্রুপগুলোতে আজই জয়েন করুন

ফেইসবুকে আমাদের ৩টি জনপ্রিয় গ্রুপ আছে। গ্রুপ মেম্বার্সরা বিভিন্ন সমস্যা গ্রুপে জানানোর মাধ্যমে এক্সপার্টদের কাছ থেকে ফ্রি সাপোর্ট পেয়ে থাকে। তাই এই গ্রুপগুলোতে আজই জয়েন করে ফেলুন এবং আপনার বন্ধু-ফ্যামিলি মেম্বারদেরও ইনভাইট করুন।

Facebook Group #1

MSB Academy (Quality Education in Bangla) - আমরা অনলাইন কোর্স সম্পর্কে বিভিন্ন আপডেট ছাড়াও, ফ্রি অনলাইন টিউটোরিয়াল এবং রিসোর্স এই গ্রুপে শেয়ার করে থাকি। যা আপনার ক্যারিয়ারের জন্য বিশেষভাবে হেল্পফুল হবে।

Facebook Group #2

MSB Jobs (প্রতিদিনের সেরা চাকরির খবর) - বাংলাদেশের প্রাইভেট এবং সরকারি জব সম্পর্কিত বিভিন্ন আপডেট এই গ্রুপে শেয়ার করা হয়। এছাড়া জব প্রিপারেশন, ইন্টার্ভিউ, এমনকি সিভি রাইটিং এর ব্যাপারেও গ্রুপ মেম্বারদের থেকে হেল্প নিতে পারেন।

# Podcast শুনুন আর প্রতিদিন নতুন কিছু জানুন

MSB Academy Podcast বাংলাদেশের #১ এডুকেশনাল পডকাস্ট। ফ্রীতে আমাদের পডকাস্ট শুনুন আর প্রতিদিন নতুন কিছু জানুন। আমাদের পডকাস্ট Apple Podcasts, Spotify, Google Podcasts, Amazon Music ছাড়াও অন্যান্য পপুলার সব পডকাস্ট ডিরেক্টরিতে এভেলেবেল।

বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের সব প্লাটফর্ম থাকবে আমাদের দেশে। কোন সার্ভিস ব্যাবহারের জন্য আমাদের যাতে অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া না লাগে, সেই লক্ষ্যে আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার সাপোর্ট এবং ভালোবাসায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব 💖